২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিবি-হেবাত মসজিদ

-

বলছি বিবি-হেবাত মসজিদের কথা। এটি আজারবাইজানের একটি বিখ্যাত মসজিদ। মসজিদটি প্রাচীন মসজিদের পুনর্নির্মাণ। ঐতিহাসিক এ মসজিদ দৃষ্টিনন্দন।
মসজিদটির অবস্থান রাজধানী বাকুতে। বর্তমান মসজিদ-ভবনটি তৈরি করা হয় ২০ শতকের শেষের দিকে। তবে এটি তৈরি করা হয় প্রাচীন শিরবান ও ইসলামী স্থাপত্যশৈলীতে। ভবনটি নতুন হলে কী হবে, মসজিদের ইতিহাস প্রায় সাত শ’ বছরের। মসজিদে রয়েছে তিনটি গম্বুজ আর দু’টি মিনার।
বিবি-হেবাত মসজিদ প্রথম প্রতিষ্ঠিত হয় ১৩ শতকে। এটি নির্মাণ করেন দ্বিতীয় শিরবানশাহ ইবনে দ্বিতীয় আশিতাসশাহ।
তৎকালীন মস্কো সরকারের ধর্মবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯৩৬ সালে মসজিদটি ধ্বংস করা হয়। এ সময় আজারবাইজান ছিল সোভিয়েত ইউনিয়নের একটি অঙ্গরাজ্য। ১৯৯০-র দশকের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। আজারবাইজান স্বাধীনতা অর্জন করে। ১৯৯৪ সালে দেশটির প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ একই জায়গায় বিবি-হেবাত মসজিদের জন্য একটি নতুন ভবন নির্মাণের আদেশ দেন। ১৯৯৭ সালে নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয় এবং মসজিদটি নতুন করে প্রতিষ্ঠা পায়। নতুন ভবন নির্মাণে মসজিদটির প্রাচীন ভবনের স্থাপত্যশৈলী অনুসরণের চেষ্টা করা হয়।


আরো সংবাদ



premium cement