উড়ন্ত রাক্ষসী
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৯ জুন ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
আমাকে এই দয়াটুকু করো হে ঋষি। কথাগুলো বলেই ফের বাতাসের গতিতে দ্রুত ছুটে পালিয়ে গেল মেয়েটি।
সন্ন্যাসী লক্ষ করলেন, পেছনে ফেলে আসা সেই উঁচু বৃক্ষটির চিড়ধরা গুঁড়ির ভেতরেই যেন ঢুকে গেল মেয়েটি। অর্থাৎ চোখের নিমেষেই হাওয়া।
কিছুটা অবাক এবং মেয়েটির প্রতি কিছুটা সহানুভূতিশীল মন নিয়ে সন্ন্যাসী আবার সামনের দিকে পা বাড়ালেন। বেশি দূর যাননি তিনি। দেখেন সারা দেহে বর্ম সজ্জিত এক যুবক ঘোড়ায় চেপে তার দিকে ছুটে আসছে। পরনে তার সোনার সুতোয় বুনানো পোশাক। কাঁধে ঝুলিয়ে রাখা তীর-ধনুক, আর কোমড়ে বাঁকা তলোয়ার। যুবকের ঘোড়াটি যেন বিদ্যুৎ চমকের মতোই ক্ষিপ্র। চোখের নিমেষেই বুঝি হারিয়ে যেতে পারে দূর দিগন্তে। এমনি টগবগে ঘোড়াটি তার। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা