উড়ন্ত রাক্ষসী
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৬ জুন ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
সন্ন্যাসী লক্ষ করলেন, মেয়েটির পরনে লাল কোট, মাথায় আলুথালু কোঁকড়ানো সোনালি চুল। রক্তরাঙা চোখে বিদ্যুতের ঝিলিক। কিন্তু পা দু’টি তার খালি। এমন সুন্দরী মেয়ের চোখ রক্তরাঙা কেন? সন্ন্যাসী অবাক হলেন। পা দুটোই বা খালি কেন তার?
ভীত-ত্রস্ত মেয়েটি সন্নাসীর কাছে এসে অনুনয় বিনয় করে বলে, দয়া করো, হে সন্ন্যাসী। আমার প্রতি দয়াবান হও। আমাকে বাঁচাও।
সন্ন্যাসী বলেন, কী সমস্যা তোমার? এমন করে দৌড়িয়ে পালাচ্ছ কেন? কে তুমি?
মেয়েটি বলে, এক যুবক আমার পিছু নিয়েছে। আমাকে পেলেই সে মেরে ফলবে। ওই যুবকটির হাত থেকে বাঁচার জন্য ছুটে পালাচ্ছি আমি। যুবকটির সাথে যদি তোমার দেখা হয়, তাকে বলবে, ‘এ পথ দিয়ে আমি কাউকে যেতে দেখিনি’। এইটুকু বললেই হয়তো প্রাণে বেঁচে যাবো আমি। ু (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা