জলের নিচে নীল গহ্বর
- মৃত্যুঞ্জয় রায়
- ১০ জুন ২০২৪, ০০:০৫
বলছি জলের নিচে নীল গহ্বর সম্পর্কে। এসব গহ্বর গভীর হলে কী হবে, সেখানেও সমুদ্রচারী ডুবুরিরা নেমে দেখেছেন যে তার ভেতরে কী আছে!
মনে করো, তুমি একটা বড় নদী বা সাগরের বুকে স্পিডবোট নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছ। হঠাৎ স্পিডবোটটা একটা নীল গর্তের ওপর এসে পড়ল। কেমন লাগবে তখন? হ্যাঁ, জলের নিচে এ রকম আজগুবি গর্ত মাঝে মধ্যে দেখা যায়।
সাগরের জলের নিচে হঠাৎ বিশাল আকৃতির শত শত ফুট গভীর বৃত্তাকার গর্ত থাকে। এসব গর্তের পানির রঙ হয় গাঢ় নীল। বিশেষ করে ওপর থেকে দেখলে পাশের জলের তুলনায় গর্তের জলের রঙ বেশি নীল দেখায়। এ জন্য এসব গর্তগুলোকে বলা হয় ব্লু হোল বা নীল গহ্বর। এসব গহ্বর গভীর হলে কী হবে, সেখানেও সমুদ্রচারী ডুবুরিরা নেমে দেখেছেন যে তার ভেতরে কী আছে! তারা দেখেছেন যে সেসব গহ্বর অক্সিজেনশূন্য, জলের সঞ্চালন হয় খুব কম। কেন এ রকম হয় তা আজো রহস্যাবৃত। ুুঅবশ্য কিছু কিছু নীল গহ্বরে প্রাগৈতিহাসিক কালের কিছু জীবাশ্মের সন্ধান মিলতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা