হায়েনা ও মার্শাল ঈগল
- শেখ আবদুল্লাহ নূর
- ২৭ মে ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
শিকারী তখন কাছে কিনারে ছিল না। ফাঁদ পেতে রেখে সে অন্য কোথাও চলে গিয়েছিল। ফাঁদে আটকা পড়ে হায়েনাটি অনেক চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নিতে। কিঁউ কিঁউ করল কিছুক্ষণ। কয়েকবার উলট-পালট খেলো। না, কিছুতেই কিছু হলো না। উল্টো, সে গড়াতে গড়াতে ফাঁদসহ পাশের একটি গর্তে পড়ে গেল। আরো বিপদে পড়ল হায়েনাটি।
ওই নিষ্ঠুর প্রাণিটি এখন গর্তে পড়ে কিঁউ কিঁউ করছে, আর মনে মনে বলছে- হায় হায়! এখন উপায়? মরতে বসেছি যে। শিকারী দেখতে পেলে মেরে ফেলবে আমায়! কী করি, কী করি। ‘বাঁচাও, বাঁচাও! আমি ফাঁদে পড়ে গেছি। আমাকে বাঁচাও।’ এভাবে চিৎকার করতে লাগল সে।
পাশ দিয়ে যাচ্ছিল একটি সিংহ। হায়েনা তাকে ডেকে বলে- ‘বড় বিপদে পড়েছি, বন্ধু। ফাঁদে আটকা পড়েছি! গর্তে পড়ে গেছি। আমাকে উদ্ধার করো, বন্ধু। বাঁচাও আমাকে।’ (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা