২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নিত্যোপন্যাস

রক্তবনে আবিদ-আসমান

-

বারো.

দুধসাদা জোছনায় সব পরিষ্কার দেখা যাচ্ছে। এমনকি শব্দও তারা স্পষ্ট শুনতে পাচ্ছে। নীলয়ের তার মামার কথা মনে পড়ে গেল। তারা মামা বলেন, ‘ভূতরা সব সময় সাদা কাপড় পরে থাকে। কেননা চাঁদের আলো সাদা। ডালের ফাঁক দিয়ে জোছনার আলো পড়ে আমাদের দৃষ্টিভ্রম তৈরি করে। মনে হয় সাদা শাড়ি পরে মানুষ বসে আছে বা দাঁড়িয়ে আছে।’ কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। তারা সাদা শাড়ির কালো পাড় স্পষ্ট দেখেছে। তাছাড়া এতগুলো মানুষের একসাথে দৃষ্টিভ্রম হওয়ার কথা নয়। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে গেল। গাছে কিছু নেই। ডালে ডালে মায়াবী জোছনা ঝুলে আছে। তাদের সম্বিত ফিরল। এতক্ষণ তারা একটি ঘোরের মধ্যে ছিল। আবিদ বলল, ‘অনেক হয়েছে। আর একমুহূর্তও না। চল, সবাই চলে যাই। আগামী কাল সকালে আসব। মনে হয় আমরা কোনো অশরীরীর পাল্লায় পড়ে গেছি। সামনে বিপদ হতে পারে।’ কিন্তু আসমান এর মাঝেও একটার রোমাঞ্চ অনুভব করছে। তার যেতে ইচ্ছে করছে না।
সে বলল, আর একটু থাকি। দেখি কী হয়! এ কথা বলার সাথে সাথে আবিদ আর নীলয় কঁকিয়ে উঠল। তাদের দিকে তাকিয়ে আসমানও কঁকিয়ে ঊঠল। মনা আর কিছুতেই এখানে থাকবে না। বাড়ির দিকে দ্রুত হাঁটা দিলো। তাকে আবিদরাও অনুসরণ করল। বাড়িতে চলে আসল। বাড়িতে এসে খেয়াল হলো মনার গায়ে চাদর নেই।
(চলবে)


আরো সংবাদ



premium cement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান

সকল