ইবনে আল-বান্না আল-মারাকুশি
- সেলিম বুলবুল চৌধুরী
- ২৬ মে ২০২৪, ০০:০৫
ইবনে আল-বান্না আল-মারাকুশি । অপর নাম আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ওসমান আল-আজাদি।
ইসলামি সোনালি যুগের অন্যতম মনীষী ইবনে আল-বান্না আল-মারাকুশি একাধারে ছিলেন অঙ্কশাস্ত্রবিদ, জ্যোতির্বিদ, ইসলামি জ্ঞানী, সুফি এবং এক সময়ের জ্যোতিষী। বীজগণিত, পরিমিতি, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ে তিনি অবদান রাখেন। তার বইয়ের সংখ্যা নিয়ে মতভেদ আছে। অনেকের মতে, তিনি বই লিখেন ৫১টি। কারো কারো মতে, ৭৪টি। তার সব বই অঙ্ক ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে রচিত। এ বিষয়ে কোনো মতভেদ দেখা যায় না।
এই মনীষীর সর্বশ্রেষ্ঠ বইয়ের নাম তালখিম ফি আসালোন হিসাব। অনেকে মনে করেন, বইটি লিখিত হয় আল-হামসার বইয়ের ওপর ভিত্তি করে। এতে স্থান পেয়েছে ভগ্নাংশের উন্নততর আলোচনা, পাশ্চাত্য প্রণালীতে ভারতীয় সংখ্যা ব্যবহার, বর্গ এবং ঘনসমষ্টি ৯, ৮ ও ৭ বাদ দেয়ার পদ্ধতি প্রভৃতি।
তার বইয়ের অনেক ভাষ্য প্রণয়ন করা হয়েছে। এতে তার গুরুত্ব বোঝা যায়।
তার জন্ম মরক্কোয় ১২৫৬ সালে এবং মৃত্যু ১৩২১ সালে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা