২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
এরপর যাত্রা শুরু করে তিমি। মাছটি এমনভাবে সাঁতরাতে থাকে যে মাছের মৃদু দোলায় কিছুক্ষণের মধ্যেই তারা দু’জন বসে বসেই ঘুমিয়ে পড়ে। যেন এত আরামের ঘুম তারা কোনো কালেই ঘুমায়নি।
রাত চলে গেল ঘুমিয়ে ঘুমিয়ে। তখন সবেমাত্র পুব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। দৈত্যাকার মাছটি সাঁতরিয়ে সাগর পাড়ি দিয়ে চলে এসেছে এপাড়, জেলেপুত্রের জন্মভূমি সোনালী দ্বীপে। এই দ্বীপে এসেই মাছটি বালুয়াড়িতে মুখ এনে আবার হাঁ করে সে। খোলা হাওয়ার সংস্পর্শে এসে ঘুম ভাঙ্গে জেলেপুত্র ও খানকন্যার। জেলেপুত্র সকালের আলোয় চোখ খুলে। দেখতে পায় তার নিজ গায়ের উপকূল। আনন্দে ভরে উঠে মন। সে ডেকে তুলে খানকন্যাকে এবং দু’জনে বের হয়ে আসে মাছের মুখ থেকে। তিমি মাছটিকে হাত নেড়ে বিদায় জানায় তারা। মাছ চলে যায় গহিন সাগরে। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement