মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ১৫ মে ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
এই বলে জেলেপুত্র খান প্রাসাদ থেকে বের হয়ে আসে।
প্রাসাদ থেকে বেরিয়েই সে সোজা চলে আসে সাগরতীরে। এখানে এসে সে তিনবার তার মৎস্যবন্ধুকে ডাক দেয়, মৎস্য কুমার, মৎস্য কুমার, মৎস্য কুমার। সঙ্গে সঙ্গে সেই সোনামাছটি উঠে আসে জলের ওপর। তারপর বলে, ওহে আমার বিশ্বস্ত বন্ধু, কী উপকারে আসতে পারি আমি তোমার?
জেলেপুত্র সোনামাছকে বলে, আমি যে নিজের দেশে ফিরে যেতে চাই। কিন্তু কিভাবে যাবো? আমার যে কোনো নৌকা নেই, নেই কোনো সাম্পান। কিসে আমি সাগর পাড়ি দিই?
সোনামাছ বলে, এজন্য তোমাকে ভাবতে হবে না বন্ধু। আমি তো আছি। যতদিন তোমার এই মৎস্য বন্ধু বেঁচে থাকবে, সাগরে তোমার কোনো ভয় নেই। তুমি তোমার দেশে যাবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা