মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ০৬ মে ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
এ কথা বলে মৎস্য কুমার নিজেকে সোনামাছে রূপান্তরিত করে সাগরে ঝাঁপ দেয়। উত্তাল সাগর জলে ডুব দিয়ে পরক্ষণেই অদৃশ্য হয়ে যায়।
তরুণ জেলেপুত্র অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে তার মৎস্য বন্ধুর চলে যাওয়া জলের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভারাক্রান্ত মনে সে ফিরে আসে খানপ্রাসাদের সিংহ দরজায়। রাজ নওকরেরা এসে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যায় খান সাহেবের কাছে। তরুণ জেলেপুত্র খান সাবকে বলে, হে মহারাজ, নিশ্চয়ই শুনেছেন আপনার মেয়ে এখন কথা বলতে পারছে। তার দেয়া এই আংটিই রাখলাম আপনার কাছে। এবার আপনি আপনার প্রতিশ্রুত ওয়াদা পালন করুন।
বৃদ্ধ খান সাহেব খুশির আতিশয্যে তরুণ জেলেপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা