জারমা মানুষ
- সেলিম বুলবুল চৌধুরী
- ০৫ মে ২০২৪, ০০:০০
বলছি জারমাদের কথা। জারমা একটি জাতির নাম। এরা বলতে গেলে একটি ক্ষুদ্র জাতি; ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। জারমা জনসংখ্যা প্রায় ৫১ লাখ ৫০ হাজার।
জারমারা কৃষ্ণাঙ্গ। তার মানে এদের গায়ের রঙ কালো। এরা মিশুক এবং সহজ-সরল জীবনের অধিকারী।
জারমারা আফ্রিকা মহাদেশের মানুষ। বসবাস কয়েকটি দেশে। এদের বেশির ভাগ বাস করে নাইজারে। বাকিদের বসবাস নাইজেরিয়া, বেনিন, ঘানা ও বারকিনা ফাসোতে।
জারমাদের আবাসভূমি সাহেল অনুর্বর। অনেকে বাস করে নাইজার নদী উপত্যকায়। এখানে পানি সেচের ব্যবস্থা আছে। এরা বজরা, জোয়ার ও ধান উৎপন্ন করে।
জারমারা ইসলাম ধর্ম অনুসরণ করে। এরা বিভিন্ন ইসলামী উৎসব উদ্যাপন করে। যেমন- ঈদুল ফিতর, ঈদুল আজহা।
জারমারা আফ্রিকার ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করে। নারীদের ঘাগরা পরতে দেখা যায়, আর পুরুষদের আলখাল্লা।
জারমারা কথা বলে কোন ভাষায়? জারমা ভাষায়। এটি সংহাই ভাষা পরিবারের নিলো-সাহারান শাখার অন্তর্ভুক্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা