বল্কার মানুষ
- সেলিম বুলবুল চৌধুরী
- ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
বলছি বল্কার জাতির কথা। এ জাতি বৃহত্তর তুর্কি (টার্কিক) জাতির অংশ। মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৪৭ হাজার। প্রায় ১ লাখ ৩০ হাজার বাস করে রাশিয়ায়, বাকিদের বসবাস তুরস্ক ও কাজাখস্তানে।
বল্কার জাতির আবাসভূমি কাবারডিনো- বল্কার রিপাবলিক। এর অবস্থান রাশিয়ার ককেশাস অঞ্চলে।
বল্কাররা কথা বলে বল্্কার ভাষায়। এটি বৃহত্তর তুর্কি ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। ১৯২৪ সাল পর্যন্ত বল্কার ভাষা লেখা হতো আরবি হরফে। ১৯২৪ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত ল্যাটিন হরফে। অবশেষে ১৯৩৭ সাল থেকে এখন পর্যন্ত পরিবর্তিত সিরিলিক হরফে লেখা হচ্ছে। সাবেক সোভিয়েত যুগে বল্্কার সাহিত্যের বেশ উন্নতি হয়। এ সময় এ ভাষায় অনেক বই প্রকাশিত হয়। ১৯৮৪-১৯৮৫ সালে বই বেরিয়েছিল ৫৮টি। সোভিয়েত আইনগত বিচারে বল্কার ভাষা ও জনসংখ্যার মাপে এত অল্প সময়ে ৫৮টি বইয়ের প্রকাশনা বেশ।
বল্কার নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বেশ অতিথিবৎসল এবং উদার। এদের বেশির ভাগ ইসলাম ধর্ম অনুসরণ করে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা বল্কার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব।
বল্কারদের পোশাকে তুর্কি-ককেশিয়ান প্রভাব লক্ষণীয়। শীত নিবারণে এরা কোট পরে। বর্তমানে এরা বিভিন্ন ধরনের আধুনিক তুর্কি ও রুশ পোশাকে অভ্যস্ত। এরা টুপি পরে।
বল্কাররা দক্ষ পশুপালক। এরা ভেড়া, পার্বত্য ছাগল, গরু, মহিষ, গাধা ইত্যাদি পালন করে।
পশুপালক জাতি হিসেবে বল্কাররা গোশত খেতে খুব পছন্দ করে। এরা ভেড়া, গরু, ছাগল ইত্যাদি প্রাণীর হালাল গোশত খায়।
জার শাসনের যুগে ১৯ শতকে রাশিয়া অনেক মুসলমান প্রধান এলাকা দখল করে। এ সময় ককেশাস রাশিয়ার অধিকারে আসে, বল্কার জাতি রুশদের শাসনের কবলে পড়ে।
সোভিয়েত যুগে কাবারডিন জাতি ও বল্কার জাতির নামানুসারে কাবারডিনো-বল্কার স্বশাসিত প্রদেশ গঠন করা হয়। পরে দু’জাতির জন্য গঠন করা হয় কাবারডিনো- বল্কার রিপাবলিক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা