জামেক মসজিদ
- সেলিম বুলবুল চৌধুরী
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
জানো, জামেক মসজিদ বেশ আকর্ষণীয়। এটি নির্মিত হয় মুরীয় স্থাপত্য ঘরানায়। এর নকশা করেন আর্থার বেনসন হুব্বাক।
জামেক মসজিদ মালয়েশিয়ার সুন্দর নির্মাণশৈলীর মসজিদগুলোর একটি। এ মসজিদে ব্যবহার করা লাল ইট ও মর্মরপ্রস্তর স্মরণ করিয়ে দেয় মোগল ও উত্তর ভারতীয় ইসলামিক স্থাপত্যের কথা। তার মানে, জামেক মসজিদে মোগল স্থাপত্যের প্রভাব রয়েছে।
কুয়ালালামপুরের এই মসজিদের অবস্থান ক্লাং ও গোম্বাক নদীর মিলনস্থলে, মনোরম এক পরিবেশে। প্রকৃতি এখানে রূপের ছটায় অনবদ্য। দুই নদীর ছুটে চলা, গাছগাছালির শ্যামলিয়া আর উদার আকাশের রূপময়তা মিলে মসজিদটিকে করেছে আরো আকর্ষণীয়। অনেক মালয়েশীয় এ মসজিদের জন্য গৌরব বোধ করে।
মসজিদটি কুয়ালালামপুরের পুরনো মসজিদগুলোর একটি। মসজিদের মূল দালানে রয়েছে তিনটি গম্বুজ। মাঝেরটি বড়, যার উচ্চতা ৭০ ফুট। লাল ও সাদা রঙের ডোরাকাটা মিনারের সংখ্যা দু’টি। এগুলোর উচ্চতা ৮৮ ফুট। মিনার দু’টিতে রয়েছে ছাতাকৃতির গম্বুজ।
জামেক মসজিদ নির্মিত হয় ১৯০৭ সালে। তবে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৯০৯ সালে। ১৯৬৫ সালে জাতীয় মসজিদ নির্মাণের আগে এটি ছিল কুয়ালালামপুরের প্রধান মসজিদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা