মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
চেহারায় এমন মিল কি হয় কখনো পৃথিবীতে?
অচিন দ্বীপের ছেলেটি ততক্ষণে হেঁটে হেঁটে নৌকার কাছে চলে এসেছে। এসে সে নৌকায় বাঁধা জেলের ছেলেটির বাঁধন খুলে দেয়। বন্ধনমুক্ত হয় তরুণ জেলে। অচিন দ্বীপের ছেলেটিকে সে ধন্যবাদ দেয়। বন্ধুত্বের ভালোবাসায় আলিঙ্গন করে তাকে।
অচিন ছেলেটি তার পুঁটলি থেকে এক টুকরো রুটি বের করে। সেটিকে সে সমান দুই ভাগে ভাগ করে নেয়। তারপর একভাগ নিজের জন্য রেখে অন্যভাগ তরুণ জেলের হাতে দেয়। বলে, নাও বন্ধু, এটি খেয়ে নাও। নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে তোমার।
এভাবেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয় তারা দু’জন। এমন বন্ধু যেন অনন্তকালের আত্মীয়। যেন একই গাছের দু’টি কুঁড়ি, যেন অবিচ্ছেদ্য দুই ভাই। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা