মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ৩০ মার্চ ২০২৪, ০১:১০
(গত দিনের পর)
তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। কোনো এক সময় সবার দৃষ্টির আড়ালে হারিয়ে গেল নৌকাটি।
নওকর, কোতাল ও নাজিরকে নিয়ে খান সাহেব চলে গেলেন সাগরকূল থেকে। হতাশ বৃদ্ধ জেলে একা পড়ে রইলেন সাগরকূলে। শূন্য চারিদিক। পৃথিবীটাই যেন শূন্য হয়ে গেল তার। মুহূর্তের মধ্যেই ঘটে গেল সব ঘটনা। কী হবে এখন তার? পুত্রহীন একা একা জীবনের বাকি সময়টা কাটিয়ে দিতে হবে তাকে!
বৃদ্ধ জেলে অন্ধকার সাগর পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সব কিছু নিকশ কালো অন্ধকার। জেলের জীবনের বাতিটিও যেন নিভে গেল সেই অন্ধকার সাগরজলে।
এদিকে ভাঙা নৌকায় ভেসে ভেসে বৃদ্ধ জেলের তরুণ ছেলেটি সাগরের আরো গহিনে চলে যায়। অন্ধকার সাগরের উত্তাল ঢেউয়েও ভেসে চলছে তার ভাঙা নৌকা। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা