নেসেবার - কৃষ্ণ সাগরের মুক্তো
- সেলিম বুলবুল চৌধুরী
- ২৪ মার্চ ২০২৪, ০০:০৫
জানো, ইউরোপের দেশ বুলগেরিয়া। এ দেশের একটি পুরনো শহর নেসেবার । অনেকে আদর করে এ শহরকে বলে কৃষ্ণ সাগরের মুক্তো। সৌন্দর্য আর আকর্ষণের কারণেই হয়তো এ নামে ডাকা। ইতিহাসের পথপরিক্রমায় শহরটি বিভিন্ন সময়ে গ্রিক, রোমান আর তুর্কিদের দখলে ছিল।
আজকাল শহরটি ভ্রমণকারীদের গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। কৃষ্ণ সাগর উপকূলের এ শহরে পর্যটকদের সুবিধার জন্য গড়ে তোলা হয়েছে কিছু ভ্রমণ-বিনোদন আশ্রয়স্থল (রিসোর্ট)। এখানকার হারানো দিনের অনেক স্থাপনা এবং শহরের সোনালি যুগের ঐতিহ্য যেন মানুষকে ডাকে হাতছানি আর আঁখি ইশারায়। এখানকার দুর্গ বাইজানটাইন ও ওসমানীয় (তুর্কি) সাম্রাজ্যের যুগে সাম্রাজ্য দু’টির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে । দুর্গটি এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। নেসেবারের পুরনো অংশটি বেশি আকর্ষণীয়, যার অবস্থান একটি উপদ্বীপে। এক সময় এটি ছিল একটি দ্বীপ। পরে কৃত্রিম পথ তৈরি করে একে সংযুক্ত করা হয় মূল ভূখণ্ডের সাথে। ১৯৮৩ সালে নেসেবার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা