মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ২৪ মার্চ ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
কোনো কিছু না ভেবেই মাছটি সাগরে ছেড়ে দিলো সে। ‘যাও প্রিয় সোনামাছ, চলে যাও তুমি তোমার বাবা-মার কাছে। আর ধরা দিও না আমাদের জালে। পরের বার ধরা পড়লে কিন্তু তোমাকে আর কেউ বাঁচাতে আসবে না। জেলেপুত্র ছেড়ে দিলো সোনামাছটি।
মাছটি ছাড়া পেয়ে তার পুচ্ছ নাচিয়ে সাগরে ডুব দেয়। আবার ভেসে ওঠে। খুশিতে লাফ দিয়ে আকাশের উপরে উঠে যায়। আবার ডিপ করে সাগরে পড়ে। মাছটির খুশি যেন আর ধরে না। সে সাঁতরিয়ে ঢেউয়ের দোলায় খেলা করে। তারপর কোনো একসময় জলের অতল তলে অদৃশ্য হয়ে যায়।
এর কিছুক্ষণ পরই খান সাহেব নওকর, কোতাল ও নাজিরকে নিয়ে বৃদ্ধ জেলের সাথে হাজির হন সাগরপাড়ে। এসে তিনি বৃদ্ধ জেলেকে বলেন, কই, দেখাও তোমার সোনা রঙের মাছটি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা