ওমব্যাট
- সেলিম বুলবুল চৌধুরী
- ২০ মার্চ ২০২৪, ০০:০৫
বলছি ওমব্যাটের কথা। এটি একধরনের স্তন্যপায়ী প্রাণী। এ প্রাণী প্রধানত নিশাচর। জানি, বিভিন্ন প্রাণীর বিষয়ে তোমাদের ধারণা বেশ । ওমব্যাটের কথাও হয়তো তোমরা শুনে থাকবে।
ওমব্যাট নাম কারা দিয়েছে? অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী ইওরা আদিবাসীরা।
ওমব্যাট কোথায় পাওয়া যায়? দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার বনভূমি ও পার্বত্য এলাকায় এবং তাসমানিয়া দ্বীপে। ওমব্যাটের লোমের রঙ হলুদাভ লাল থেকে শুরু করে বাদামি, ধূসর বা কালো হতে পারে।
বর্তমানে এ প্রাণীর তিনটি প্রজাতি জীবিত রয়েছে। এদের দেহের গড় দৈর্ঘ্য এক মিটার। ওজন ২০ থেকে ৩৫ কেজি। এদের দাঁত ইঁদুরের মতো তীক্ষè। নখর বেশ শক্তিশালী। ধারালো নখর ব্যবহার করে এরা মাটিতে গর্ত খোঁড়ে। স্ত্রী ওমব্যাটের দেহে ক্যাঙ্গারুর মতো থলি রয়েছে। এ থলির মুখ পিছনমুখী। এ জন্য গর্ত খোঁড়ার সময় থলিতে ময়লা ঢোকে না। নিশাচর হলে কী হবে, মাঝেমধ্যে ওমব্যাট দিনের বেলায়ও বের হওয়ার ঝুঁকি নেয়। বিশেষ করে ঠা-া ও মেঘাচ্ছন্ন পরিবেশে দিনের বেলায় খাবারের খোঁজে বের হয়।
ওমব্যাট তৃণভোজী। ঘাস, হোগলাপাতা, তৃণলতা, গাছের বাকল, মূল ইত্যাদি খাবার হিসেবে গ্রহণ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা