ব্লেদ হ্রদ
- সেলিম বুলবুল চৌধুুরী
- ১৮ মার্চ ২০২৪, ০০:১২
হ্রদের নাম ব্লেদ। এটি মধ্য ইউরোপের সুন্দর দেশ স্লোভেনিয়ার একটি হ্রদ। দেশটির সুন্দরতম হ্রদ ব্লেদ। হ্রদটি হিমেল (গ্লেসিয়াল) হ্রদ হিসেবে পরিচিত। পর্বতমালা আর জঙ্গলের মায়াবী নৈসর্গিক পরিবেশে উত্তর-পশ্চিম স্লোভেনিয়ার জুলিয়ান আল্প্সে এর অবস্থান। কাছেই ব্লেদ শহর। নয়নাভিরাম হ্রদ-এলাকা পর্যটকদের জনপ্রিয় গন্তব্যস্থল। হ্রদের উত্তর উপকূলের উঁচু স্থানে রয়েছে একটি মধ্যযুগীয় দুর্গ।
ব্লেদ হ্রদে রয়েছে একটি সুন্দর দ্বীপ। নাম তার ব্লেদ দ্বীপ। এটি স্লোভেনিয়ার একমাত্র প্রাকৃতিক দ্বীপ। এ দ্বীপে কিছু দালান বা স্থাপনা রয়েছে। প্রধান দালানটি একটি গির্জা। এটি নির্মিত হয় ১৫ শতকে। এখানে নিয়মিত বিয়ের অনুষ্ঠান হয়। এখানকার ৫২ মিটার উঁচু বুরুজ আকর্ষণীয়। গির্জা-দালানে উঠতে ৯৯ ধাপের সিঁড়ি বেয়ে উঠতে হয়, যা অনেকের কাছে দারুণ রোমাঞ্চকর।
দাঁড়ের নৌকা প্রতিযোগিতার জন্য হ্রদটির খ্যাতি আছে। এখানে ১৯৬৬, ১৯৭৯, ১৯৮৯ ও ২০১১ সালে বিশ্ব দাঁড়ের নৌকা বিজয়ী নির্ধারণী প্রতিযোগিতা (ওয়ার্ল্ড রৌয়িং চ্যাম্পিয়নশিপ) অনুষ্ঠিত হয়।
ব্লেদ হ্রদের দৈর্ঘ্য দুই হাজার ১২০ মিটার, প্রস্থ এক হাজার ৩৮০ মিটার। এর সর্বোচ্চ গভীরতা ৩০ দশমিক ৬ মিটার। আর সাগরতল থেকে উচ্চতা ৪৭৫ মিটার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা