মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ১৬ মার্চ ২০২৪, ০১:৪২
বৃদ্ধ জেলে তার তরুণ ছেলেকে নিয়ে সাগরে মাছ ধরছে। ছেঁড়া জাল ও ভাঙা নৌকা নিয়ে মাছ ধরছে তারা। বৃদ্ধ জেলেটি জাল ফেলছে সাগরে, আবার টেনে তুলছে। ছেলেটি শক্ত হাতে নৌকা নিয়ন্ত্রণ করছে। কাজটি বেশ কষ্টের। কিন্তু কষ্টের হলে কী হবে, ভাগ্যে মাছ জুটছে তাদের। সেই সকাল থেকে তারা সাগরে জাল ফেলছে আর তুলছে, কিন্তু মাছ উঠছে না জালে। দুপুর গড়িয়ে বিকেল হয়। বৃদ্ধ জেলে ক্লান্ত হয়ে পড়ে।
আবার তারা জাল ফেলে সাগরে। এবার বৃদ্ধ জাল টেনে তুলতে গিয়ে বুঝতে পারে, জালে মাছ আটকেছে। বড় ভারী একটি মাছ, এমনি মনে হচ্ছে বৃদ্ধের কাছে। স্বাভাবিকের চেয়েও ভারী ঠেকছে তার জাল। মাছ, নাকি অন্য কিছু? জালের সূক্ষ্ম সুতায় এ কেমন শিন শিন শব্দ! বৃদ্ধ জেলে তার সারাজীবনের অভিজ্ঞতায়ও জালে এমন শব্দ শুনতে পায়নি। বুঝে উঠতে পারছে না, জালে তার কী মাছ ধরা পড়েছে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা