রিশা রাফির দিনগুলো
- সারমিন ইসলাম রত্না
- ০৯ মার্চ ২০২৪, ০০:০০
আট.
কিন্তু তাই বলে আমাদের ছুটির দিন থাকবে না? রিশা, রাফি কথাগুলো কাউকে বলে না। বলেও লাভ নেই। ওদের কথা কেউ বোঝে না। বুঝতেও চায় না।
রাফি জানালার দিকে তাকালো। আকাশটা আজ বড্ড নীল। রিশা বলল, ভাইয়া, ঐ যে দেখো মেঘপরী খেলা করছে মেঘের ভেলায়। রাফি বলল, হ্যাঁ দেখেছি। আকাশ কালো হয়ে গেছে। বৃষ্টি আসবে। বলতে না বলতেই ঝম ঝম বৃষ্টি নামলো। এই বৃষ্টিতে যেন পৃথিবীর সব আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। উচ্ছ্বসিত হয়ে উঠল রাফি। মনের অজান্তেই হেসে উঠল রিশা। বলল, ভাইয়া, চলো বৃষ্টিতে ভিজি। রাফি কিছু না বলে রিশার হাত ধরলো। ওরা বৃষ্টিতে ভেজার জন্য পা বাড়ালো। তখনই মায়ের প্রশ্ন। কোথায় যাচ্ছো? দরজা জানালা সব লাগিয়ে দাও। বৃষ্টির ঝাঁপটা আসছে। জিনিসপত্র নষ্ট হবে। রাফির ইচ্ছে করছিল কঠিন করে কিছু বলতে কিন্তু বলল না। বলে কিছু পরিবর্তন করা যাবে না। বরং না বলে কিছু করে দেখাতে হবে। কিন্তু কী করে দেখাবে? রিশা বলল, ভাইয়া, আমরা যেখানেই যাই না কেন শুধু উপদেশ শুনি। মাঝে মাঝে উপদেশকারীদের প্রশ্ন করতে ইচ্ছে হয়, তোমরা কি উপদেশ মতো কাজ করো? কিন্তু করে কী হবে? আমাদের প্রশ্নগুলো প্রশ্ন হয়েই থাকবে। আমাদের উত্তর আমাদেরই খুঁজে নিতে হবে। রাফি রিশার কথাগুলো মনের অজান্তেই পুনরাবৃত্তি করল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা