নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ০৬ মার্চ ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
বিয়ে করলে সেই রাখাল ছেলেকেই করব। কারণ সে-ই আমার প্রকৃত উদ্ধারকারী।
রাজকন্যার এই কথার ওপর ভিত্তি করে এতদিন অপেক্ষা করা হচ্ছিল। যদি রাখাল ছেলেটি আসে। অথবা তার কোনো সন্ধান পাওয়া যায়। কিন্তু দিন যায়, সপ্তাহও গড়িয়ে যায়। সেই রাখাল ছেলেটি আর ফিরে আসে না।
এতদিন রাজকন্যা তার বাবা-মাকে থামিয়ে রেখেছিল। কিন্তু এখন আর পারছে না। রাজার কথা, সে তো এক অমোঘ বাণী। এ বাণী তো হেলাফেলা করার নয়। তাই, আগামীকাল রাজকন্যার বিয়ের দিন ধার্য করা হলো সেই অচিন যুবকটির সাথে। রাজবাড়িতে ধুম পড়ে গেল বিয়ের আয়োজনের। রাজ্যময় ঘোষণা করা হলো, আমাগীকাল রাজকন্যার বিয়ে। প্রজাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো। হইহই রইরই রব উঠল চারিদিকে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা