২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাইংনেত মানুষ

-

আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে রয়েছে সরকার স্বীকৃত ১৩৫টি দেশজ নৃতাত্ত্বিক গোষ্ঠী। দাইংনেত জনগোষ্ঠী এগুলোরই একটি।
দাইংনেতরা মূলত বাস করে রাখাইন রাজ্যে। রাখাইন রাজ্যের সাবেক নাম আরাকান। দাইংনেতরা নিজেদেরকে চাংমা বলে। চাকমা নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে চাংমাদের সাদৃশ্য রয়েছে। দাইংনেতরা কথা বলে চাকমা ভাষায়। তবে এরা বর্মি, রাখাইন ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও জানে। সংখ্যায় এরা আনুমানিক ৮০ হাজার।
দাইংনেতরা রাখাইন রাজ্যের দেশজ মানুষ। এ রাজ্যের উত্তরাংশে এরা প্রথম বসতি স্থাপন করে। ব্রিটিশ শাসনের যুগে দাইংনেতরা স্যাক জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত ছিল। বর্মি ও রাখাইনরা এক সময় কিছু ক্ষেত্রে চাকমাদের বোঝাতে স্যাক শব্দ ব্যবহার করত। ব্রিটিশদের কাছে স্যাকরা ছিল সৎ, কঠোর পরিশ্রমী আর নির্ভরযোগ্য জনগোষ্ঠী। দাইংনেতরা ভাত, মাছ ও সবজি খায়।
এরা গরম খাবার খেতে পছন্দ করে। দাইংনেত পুরুষ লুঙ্গি পরে, আর নারী পরে সারং (বিশেষ ধরনের লুঙ্গি)। সাধারণত দাইংনেত পুরুষ কৃষিকাজ করে এবং নারী সন্তানের দেখাশোনা ও রান্নাবান্না করে।
এরা নদীর ধারে বসবাস করতে পছন্দ করে। কিছু বাস করে পার্বত্য এলাকায় এবং জুম পদ্ধতিতে চাষ করে।
দাইংনেতরা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে।


আরো সংবাদ



premium cement