রিশা রাফির দিনগুলো
- সারমিন ইসলাম রত্না
- ০৪ মার্চ ২০২৪, ০০:০৫
ছয়.
আর কত ঘুমাবে? এবার ওঠো। রাফি পাশ ফিরে শুলো। মায়ের ঝাঁঝালো কণ্ঠ, কী হলো রাফি? উঠছ না কেন? রাফি বলল, আজ শুক্রবার। লেখাপড়া নেই। স্কুল নেই। হোমওয়ার্ক নেই। তাই ঘুমাচ্ছি। মা বললেন, বেশি ঘুমালে অভ্যাস খারাপ হয়ে যাবে। পরের দিন উঠতে কষ্ট হবে। রাফি মেজাজ খারাপ করে বলল, কষ্ট হলে হোক আজ ঘুমাবই। মা রাগ করে চলে গেলেন। রাফি আবার ঘুমানোর চেষ্টা করল। কিন্তু আগের মতো ঘুমাতে পারল না। রাফি উঠে বসল। বিরক্তিতে মন ভার হয়ে আছে।
রাফি মুখ ভার করে নাস্তার টেবিলে বসল।
রিশা রাগী স্বরে বলল, দেখেছ ভাইয়া, ছুটির দিনেও আরাম করে ঘুমাতে পারি না। মা আটটা বাজতে না বাজতেই ডাকাডাকি শুরু করলেন। রাফি চুপচাপ নাস্তা করতে লাগল। রিশা বলল, বন্ধুদের কাছে মাঝে মাঝে জানতে চাই ওদের ছুটির দিন কেমন কাটে। কেউ বলে, তোমার মতোই। কেউ বলে, অনেক আনন্দে কাটে। ছুটির দিন মানেই- পরিবারের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়া। মজার মজার খাবার খাওয়া। অলস ঘুমে সারাদিন কাটিয়ে দেওয়া। কখনো খেলতে খেলতে নাওয়া, খাওয়া ভুলে যাওয়া। রাফি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাদের ছুটির দিন বলে কিছু নেই। মা রাগীস্বরে বললেন, দুজনে মিলে কী ফিসফিস করছ?
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা