উড়ন্ত কাঠবিড়ালি ওড়ে না
- সেলিম বুলবুল চৌধুরী
- ০২ মার্চ ২০২৪, ০০:০৫
বলছি উড়ন্ত কাঠবিড়ালি কথা। এটি কোন ধরনের প্রাণী? তোমরা হয়তো জানো, এটি নিশাচর প্রাণী। তাই দিনেরবেলা সহজে ওদের দেখা পাওয়া যায় না। রাতেরবেলা ওরা উঁচু গাছের পাতার আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে।
উড়ন্ত কাঠবিড়ালি একটি আজব জীব। নামে উড়ন্ত কাঠবিড়ালি হলে কী হবে, বাস্তবে কিন্তু ওরা সত্যি সত্যি ওড়ে না। আসলে ওরা এক গাছ থেকে অন্য আরেকটি গাছে বড় বড় লাফ দেয়। লাফ দেয়ার আগে ওরা পাগুলোকে চার দিকে ছড়িয়ে দেয়। ওদের সামনের পা আর পেছনের পায়ের সংযোগস্থলে একটি করে চামড়ার ভাঁজ রয়েছে। পাগুলো চার পাশে ছড়ানো অবস্থায় চামড়ার এ ভাঁজগুলো প্যারাসুটের মতো ছড়িয়ে যায়। এ অবস্থায় ওরা শূন্যে ঝাঁপ দিলে চামড়ার ছড়ানো এ ভাঁজগুলো বাতাসে ভাসতে শুরু করে। এভাবে বাতাসে ভেসে ভেসে ওরা এক গাছ থেকে অন্য গাছে চলাফেরা করে। আশ্চর্য হলেও সত্যি, বাতাসে ভেসে চলার সময় ওদের লেজটি হালের মতো কাজ করে। খুব মজার, তাই না?
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা