রিশা রাফির দিনগুলো
- সারমিন ইসলাম রত্না
- ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩০
বৃষ্টিমাখা ইচ্ছেগুলো
রিশা উচ্ছ্বসিত হয়ে বলল, আজ আমাদের স্কুলে দারুণ একটা ঘোষণা দিয়েছে। রাফি বলল, আমারও দিয়েছে। কিন্তু আগে তোরটা শুনব। রিশা বলল, না, আগে তোমারটা শুনব। রাফি বলল, আগে তোরটা। দুজন খুনসুটি করল। মা বললেন, কী বলতে চাও? তাড়াতাড়ি বলে ফেলো। রিশা একটু ভয়ে ভয়ে বলল, আমাদের স্কুলে বৃষ্টি বিলাস হবে। রাফি আনন্দে আত্মহারা! আমিও এই আয়োজনে অংশ নিতে চাই। রিশা বলল, এটা শুধু আমাদের স্কুলের আয়োজন। মা রাগীস্বরে বললেন, বৃষ্টিবিলাস! ওটা আবার কী? রিশা বলল, বৃষ্টির মাস।
প্রতিদিনই বৃষ্টি হয়। তাই আমরা সবাই বৃষ্টিতে ভিজব। বৃষ্টিতে ভিজতে ভিজতে গাইব বৃষ্টির গান। রাফি বলল, বৃষ্টিতে শ্রীমঙ্গল অনেক সুন্দর। তাই স্কুল থেকে ঘোষণা দিয়েছে, আমরা শ্রীমঙ্গলে বেড়াতে যাব। মা ঝাঁঝাল কণ্ঠে বললেন, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়ে ফেলেছ? অনুমতির প্রয়োজন বোধ করোনি! রাফি বলল, মা, আমি যাব কিনা সিদ্ধান্ত জানাইনি। স্কুল থেকে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিশা বলল, আমিও তো বৃষ্টিবিলাসের ব্যাপারে কিছু জানাইনি। এটা স্কুলের সিদ্ধান্ত। মা কিছু বললেন না।
বাবা সব কথা শুনলেন। কিন্তু খুব বেশি কিছু বললেন না। শুধু এতটুকুই বললেন, রিশা, তোমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা বৃষ্টিতে ভিজবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা