মাকড়সা জাুল বোনে কেন
- সেলিম বুলবুল চৌধুরী
- ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
বলছি মাকড়সার জাল বোনা সম্পর্কে । কেন এবং কিভাবে বোনে?
তোমরা জানো মাকড়সা একপ্রকার কীট। এটি অষ্টপদী। জাল বোনায় এটি দক্ষ। কীটপতঙ্গ ধরার জন্য মাকড়সা নিজ দেহনিঃসৃত লালা দিয়ে সূক্ষ্ম জাল তৈরি করে।
এ জাল দেখতে নাজুক মনে হতে পারে, কিন্তু বাস্তবে বেশ শক্ত। এমনকি প্রতিকূল আবহাওয়াতেও তা থাকে অক্ষত।
মাকড়সার পেটের নিচে ছোট এক ছিদ্রের সাহায্যে এটি রেশমের মতো সুতা তৈরি করে। এ সুতা কীটটির জাল বোনার উপকরণ।
জাল বোনার আগে মুকড়সাকে আশপাশের কোনো ছোট পাতা বা ডালপালার শক্ত অবলম্বন নিয়ে ছাঁচ তৈরি করতে হয়।
দেয়ালের কোণ ইত্যাদি হচ্ছে এর ছাঁচ। ছাঁচ তৈরি করার পর এটি একই কৌশলে ওই অবলম্বনগুলোর সাথে অনেকটা সাইকেলের স্পোকের মতো তার সংযুক্ত করে।
এরপর শক্ত তারের চার দিকে জাল বুনতে থাকে। মধ্যস্থান ছাড়া সম্পূর্ণ জালই আঠাল, যা খুবই বিস্ময়ের বিষয়। জালের আঠাবিহীন স্থানে শিকারের অপেক্ষায় মাকড়সা চুপ করে বসে থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা