২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিলডিয়ার পাখির অভিনয় !

-

বলছি কিলডিয়ারের কথা। জানো, এটির সবচেয়ে মজার বৈশিষ্ট্য হচ্ছে অভিনয় গুণ। কোনো শিকারি প্রাণী এদের বাসায় আক্রমণ করার চেষ্টা করলে এরা এদের অভিনয় গুণ প্রদর্শন করে। এ সময় এরা শিকারি প্রাণীকে আকৃষ্ট করার জন্য ডানা ভাঙা পাখির অভিনয় করে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কিলডিয়ারের এ অভিনয় দেখে শিকারি প্রাণী লোভে পড়ে যায়। ডানা ভাঙা পাখি ধরা সহজ মনে করে শিকারি প্রাণী এদের পেছনে ছুটতে থাকে। কিলডিয়ার এভাবে অভিনয়ের মাধ্যমে এদের বাসা রক্ষা করে।
কিলডিয়ার নাম দেখে হঠাৎ মনে হতে পারে এটি হরিণজাতীয় কেনো প্রাণী। আসলে তা নয়। এটি পাখি। জিরিয়ার একটি প্রজাতি। জিরিয়া বাংলাদেশেও পাওয়া যায়। তবে এ প্রজাতি (কিলডিয়ার) বাংলাদেশে দেখা যায় না। এদেরকে আমেরিকায় পাওয়া যায়।
কিলডিয়ার প্রায় ১০ ইঞ্চি লম্বা হয়। দেহের পিছনের অংশ বাদামি, পেট সাদা। বুকে দু’টি কালো বলয় রয়েছে, যা অন্যান্য জিরিয়ার ক্ষেত্রে একটি দেখা যায়। এদের মাথা গোলাকার। চোখ বড়, ঠোঁট খাটো। উড়ন্ত অবস্থায় এদের পুচ্ছদেশের কমলা-হলদে রঙ সহজেই চোখে পড়ে। লন, গলফ খেলার মাঠ, খোলা মাঠ, বালির চর, কাদা চর ইত্যাদি স্থানে এদেরকে দেখা যায়। এরা প্রধানত বিভিন্ন ধরনের পতঙ্গ খায়।
কিলডিয়ার তুষার থেকে বাঁচার জন্য অভিপ্রয়াণে যায়। আবার বসন্তকালে ফিরে আসে। এরা সাধারণত আমেরিকার উত্তরাঞ্চলে অভিপ্রয়াণে যায়। খোলা মাঠ অথবা লনে এরা প্রজনন সম্পন্ন করে। পাথর, নুড়ি বিছিয়ে এরা বাসা তৈরি করে। পুরুষ কিলডিয়ার প্রথমে কয়েকটি বাসা তৈরি করে। এর মধ্য থেকে স্ত্রী পাখিটি একটি পছন্দ করে নেয়। এ বাসাতেই স্ত্রী পাখি ডিম পাড়ে। ডিমের রঙ অনেকটা পাথরের মতো।


আরো সংবাদ



premium cement
ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না। ৩ আমেরিকানকে মুক্তি দিলো চীন আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান

সকল