২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
মৌলিক রূপকথা

ঘুমপরীর ইতিকথা

-

তিন.
সেজন্য আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। মাকে দেখি। আমার মা অনেক সুন্দর ছিলেন। মধুর চেয়েও মিষ্টি ছিল তার কণ্ঠ। মা ছাড়া কেউ আমাকে ঘুম পাড়াতে পারে না।
ঘুমপরী হন্তদন্ত হয়ে ছুটে এলো। পরীরাণীর কাছে হাতজোড় করে বলল, হে পরীরাণী, আপনাকে একটি কথা বলব, অনুমতি দিন। পরীরাণী বললেন, অনুমতি দেয়া হলো। ঘুমপরী বলল, হে পরীরাণী, টুনটুনির মা পৃথিবী থেকে চলে গেছে। এখন স্বর্গে আছে। আমি স্বর্গে যাবো। টুনটুনির মাকে ফিরিয়ে আনব। কারণ, টুনটুনি মাকে ছাড়া ঘুমাতে পারে না। দীর্ঘদিন না ঘুমালে মানুষের বুদ্ধি হারিয়ে যায়। হে দয়াময়ী রাণী, আমার অপরাধ মার্জনা করুন এবং আমার প্রস্তাব মঞ্জুর করে নিন। পরীরাণী চোখেমুখে দুঃখ ফুটিয়ে বললেন, ঠিক আছে। কিন্তু তুমি কেমন করে স্বর্গে যাবে? সেখানে জীবন্ত কেউ যেতে পারে না। আর যেতে পারলেও ফেরার সম্ভাবনা নেই। ঘুমপরী আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি অবশ্যই যাবো। ফিরে আসা বা না আসা স্রষ্টার ইচ্ছা। পরীরাণী বললেন, তোমার জন্য শুভকামনা। ঘুমপরী রাণীর কাছ থেকে বিদায় নিলো। উড়তে উড়তে ঘুম রাজ্য পেরুল। (চলবে)


আরো সংবাদ



premium cement

সকল