২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

ক্যাডমিয়াম-১

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা বিভিন্ন ধরনের ধাতুর নাম জানো, তাই না? হয়তো কোনো কোনো ধাতু চেনো। হয়তো ক্যাডমিয়াম সম্পর্কেও জেনে থাকবে। এটি কী? অনেকটা টিনজাতীয় ধাতু। টিনের রঙ, আকৃতি ও প্রকৃতির সাথে ক্যাডমিয়ামের বেশ সাদৃশ্য আছে। এটি টিনের চেয়ে শক্ত। তবে কাগজের ওপর এ ধাতু দিয়ে দাগ কাটা যায়।
রুপা নির্মল বাতাসে কালচে হয়। কিন্তু রুপা ও ক্যাডমিয়ামের সঙ্কর বাতাসে কালচে হয় না, আক্রান্ত হয় না। তাই রূপা ও ক্যাডমিয়ামের সঙ্কর ধাতু দিয়ে বিভিন্ন অলঙ্কার তৈরি করতেও দেখা যায়। এবার ছবি দেখো। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নেবে।


আরো সংবাদ



premium cement

সকল