২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)

কাণ্ডজ্ঞান তোমার চেয়ে আমি একটু বেশিই রাখি। এই তরুণ বয়সে জীবনটাকে বিলিয়ে দিয়ো না ৯ মাথাওয়ালা বাজপাখির কাছে। মনে রেখো সেই পাখিটি মানুষ পেলে খুঁটে খুঁটে খায়।
: সে আমি জানি হে অচিন যুবক বন্ধু। আমি জেনে শুনেই ওই কূপের ভিতর নামতে চাই।
: জেনে শুনেই নামতে চাও? কিন্তু কেন?
রাখাল ছেলেটি সব খুলে বলে তাকে।
সব শোনার পর অচিন যুবকটি বলে, আশ্চর্য এ তোমার অসীম সাহস ও দৃঢ় প্রতিজ্ঞা। হ্যাঁ, এ ধরনের দৃঢ়চেতা তরুণদেরকে আমার পছন্দ। তোমাকে নিশ্চয় সাহায্য করব আমি। তোমাকে কূপের ভিতর নামিয়ে দেবো, অপেক্ষা করব এবং রাজকন্যাকে নিয়ে ফিরে আসার সময় তোমাকে আবার আমি রশি ধরে টেনে টেনে তুলে আনব। (চলবে)


আরো সংবাদ



premium cement

সকল