২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)
: ওই পাহাড়ের কোলে যে অন্ধ কূপটি আছে, ওটার ভিতরে নামবো আমি। এই যে আমার হাতে রশিটি দেখছ, এটার এক প্রান্ত ধরে রাখবে তুমি। তাহলেই আমি রশি বেয়ে নিচে নেমে যেতে পারব। আবার যখন আমি কূপ থেকে রশি বেয়ে উপরে উঠে আসব, তখনও রশির প্রান্তটি শক্ত করে ধরে রাখবে। অথবা টেনে টেনে আমাকে তুলে আনবে। এটুকু সাহায্য চাই আমি তোমার কাছে।
অচিন যুবকটি মনে মনে বলে, কী পাগলরে বাবা! স্বেচ্ছায় কেউ মৃত্যু দূতের দরবারে গিয়ে হাজির হয়? ছেলেটা দেখছি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছে। তারপর সে মুখে বলে, হুঁ, এই টুকু সাহায্য আমি করতেই পারি। কিন্তু হে তরুণ, আরেক বার ভেবে দেখো। ওটা যে ভয়ঙ্কর এক মৃত্যুকূপ। ওটার ভিতরে নামলে আর তুমি বেরিয়ে আসতে পারবে না। দ্বিতীয় বার ভাবো। আমার চেয়ে বয়সে তুমি ছোট। (চলবে)


আরো সংবাদ



premium cement