সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ২১ জানুয়ারি ২০২৪, ০০:৩৭
বিশ.
এই নাও সব আলমারির চাবিগুলো। সবগুলো চাবিই ব্যবহার করতে পার, তবে ওই সোনার চাবি দিয়ে যেন কিছু খুলো না। তোমরা সব খাবার আলমারি থেকে বের করতে থাকো, এই ফাঁকে আমি বন থেকে কিছু শুকনো খড়ি নিয়ে আসি।’
রাজকুমারী একে একে আলমারি খুলে খাবার জিনিস বের করে খাবার তৈরি করতে লেগে গেল। ইতোমধ্যে সেনাপুত্র সবগুলো আলমারি খুলে খুলেই দেখতে লাগল, ওগুলোর মধ্যে আসলে কী আছে। এক একটা আলমারি খোলে আর সে বিস্মিত হয়ে যায়। আলমারিগুলোর তাক ধনরতœ দিয়ে যেন ঠাসা। কোনোটার মধ্যে আছে দামি দামি পোশাক, থালাবাসন, থলে ভর্তি সোনা রুপা। সেনাপুত্র ভাবল, ‘এসব তো রাজার বাড়িতেই থাকে। গরিব ব্রাহ্মণের ঘরে এসব এলো কোথা থেকে?’ সে আর তার কৌতূহল চেপে রাখতে পারল না। তার ইচ্ছে হলো এবার সোনার চাবি দিয়ে যে আলমারিটা খোলে, সে আলমারির মধ্যে কী আছে তা দেখার। সুতরাং সে সোনার চাবি দিয়ে সেই আলমারিটা খুলে ফেলল। খুলেই সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা