২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)

কথিত আছে যে, ওই পাহাড়টি নাকি এক জাদুর পাহাড়। ওখানে এক অন্ধ কূপ আছে। ওই কূপের ভিতরেই বাস করে ৯ মাথাওয়ালা বাজপাখিটি। ভয়ে কেউ ওই কূপটির কাছেই যায় না। উঁচু দেয়ালঘেরা কূপটি। কূপের ভিতরে কী আছে, কেউ জানে না।
রাজকন্যা হারিয়ে যাবার পর হুলস্থূল কাণ্ড ঘটে গেল রাজপ্রাসাদে। কোথায় গেল রাজকন্যা। পাইক পেয়াদা উজির নাজির সবাইকে পাঠিয়ে দেয়া হলো রাজকন্যার খোঁজে। সিপাহিদের পাঠানো হলো রাজ্যের আনাচে কানাচে। যে করেই হোক রাজকন্যাকে খুঁজে আনতেই হবে।
এক দিন যায়, দুই দিন যায়, তিন দিন যায় . . .। কিন্তু রাজকন্যার আর খোঁজ মেলে না। অবশেষে রাজা ঘোষণা করলেন, এই রাজকন্যাকে যে খুঁজে পাবে, তার সাথেই বিয়ে দেয়া হবে রাজকন্যাকে।
(চলবে)


আরো সংবাদ



premium cement