২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভীতু মাছ রানী অ্যান্জেল

-

রানী অ্যান্জেল সামুদ্রিক মাছ । এটি ভীতু প্রকৃতির । এদের একাকী অথবা জোড়ায় জোড়ায় দেখা যায়। ক্যারিবিয়ান ও পশ্চিম আটলান্টিক সাগরে এদের পাওয়া যায়।
রানী অ্যান্জেল অনুপম সৌন্দর্যের অধিকারী মাছ । সমুদ্রের শৈলশ্রেণীতে বসবাসকারী সুন্দর মাছদের মধ্যে এটি অন্যতম। এদের মাথায় বৃত্তাকার নীল দাগের মধ্যে কালো ফোঁটা ফোঁটা দাগ রয়েছে, যা দেখতে অনেকটা রানীর মুকুটের মতো। এ বৈশিষ্ট্যের কারণেই এরা রাজকীয় নাম ‘রানী অ্যান্জেল’ অর্জন করেছে।
রানী অ্যান্জেলের দেহের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৮ ইঞ্চি পর্যন্ত হয়। ওজন এক দশমিক ছয় কেজি। পরিণত রানী অ্যান্জেলের গায়ের রঙ নীল অথবা নীল-সবুজ হয়। আঁইশের ওপর গোলাকার হলদে দাগ রয়েছে। বক্ষ ও উদরীয় পাখনাও হলদে। এদের ঠোঁট, পৃষ্ঠ ও পুচ্ছ পাখনার প্রান্তভাগ গাঢ় নীল। এরা এদের ঊর্ধ্ব ও নিম্ন পাখনা দিয়ে সোজা পেছনের দিকে চলতে পারে।
রানী অ্যান্জেল প্রধানত স্পঞ্জ ও শৈবালজাতীয় খাবার খায়। এ ছাড়াও এরা সি ফ্যান, নরম প্রবাল ও জেলি ফিশ থেকে খুঁটে খুঁটে খাবার খায়। অপরিণত রানী অ্যান্জেলের খাবার সংগ্রহের ধরন বেশ মজার। এরা সামুদ্রিক ঘাসের মধ্যে পরিচ্ছন্নতা স্টেশন স্থাপন করে। এ স্টেশনে বড় বড় মাছ আসে এদের ত্বক জীবাণুমুক্ত করতে। অপরিণত রানী অ্যান্জেল এ সময় এসব মাছের দেহ থেকে খুঁটে খুঁটে খাবার খায়। ফলে এসব মাছের ত্বক জীবাণুমুক্ত হয়।
রানী অ্যান্জেল মাছের নিকটতম প্রজাতি নীল অ্যান্জেল। এরা পরস্পর মিলিত হয়ে সংকর প্রজাতির জন্ম দেয়, যা অ্যান্জেল মাছের ক্ষেত্রে একটি বিরল ঘটনা।
স্ত্রী রানী অ্যান্জেল প্রজনন ঋতুতে প্রতি সন্ধ্যায় ২৫ থেকে ৭৫ হাজার করে সর্বমোট ১০ মিলিয়ন ডিম ছাড়ে। ১৫ থেকে ২০ ঘণ্টা পরে ডিম ফুটে লার্ভা বের হয়।


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত শ্রম কমিশনের অগ্রাধিকার দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা : তারেক রহমান অনলাইনে সিম সেবা চালু করেছে টেলিটক ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সাঁথিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা সিলেটে পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সঙ্কট : শিবির সভাপতি

সকল