২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উরো পে র উ প ক থা

টুপলির সাজুগুজু

-

(গত দিনের পর)

এরপর কেক কাটার পর্ব। রবিন কেক কাটে। কেক কাটার পর সবাই রবিনকে উইস জানায়। হাত তালি দিয়ে সমস্বরে বলে, ‘হ্যাপি বার্থ ডে রবিন, হ্যাপি বার্থ ডে টু ইউ’। রবিনকে টুপলি নিজে গিয়ে কেক মুখে তুুলে দিলো। তারপর শুরু হয় ভোজন উৎসব। বিলি বুলফ্রোগ মুখে একটি চেরিফল নিয়ে টুপলিকে এগিয়ে দেয়। সানন্দে টুপলি সেটি খেয়ে নেয়। টুপলি বলে, ধন্যবাদ বিলি, এমন সুন্দর চেরি আমি আগে কখনো খাইনি। যেমন ঘ্রাণ, তেমনি সুস্বাদু।
গভীর রাতে পার্টি শেষ হয়। এবার বাড়ি ফেরার পালা। বিলি বুলফ্রোগের ওপর দায়িত্ব পড়ে টুপলিকে বাড়ি পৌঁছে দেয়ার। (চলবে)


আরো সংবাদ



premium cement