২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

লাল পাণ্ডা ভালুকজাতীয় প্রাণী

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা সাধারণ পাণ্ডা ও জায়ান পাণ্ডা সম্পর্কে জেনেছ। লাল পাণ্ডা সম্পর্কে কিছু জানো কি? এটিও একধরনের ভালুক বা ভালুকজাতীয় প্রাণী। এ প্রাণী নির্জনতাপ্রিয় এবং গোধূলি থেকে ভোর পর্যন্ত সাধারণত সক্রিয় থাকে। গৃহপালিত বিড়ালের চেয়ে আকারে এটি কিছুটা বড়। নাম লাল পাণ্ডা হলেও এটি কিন্তু লাল নয়। এর পশম লালচে বাদামি। লেজ লম্বা ও ঝাঁকড়া। লাল পাণ্ডার প্রধান খাবার কি জানো? বাঁশ। তবে এটি মাংসাশী। তার মানে এ পাণ্ডা পাখি, ডিম, পোকামাকড় ও ছোট্ট স্তন্যপায়ী প্রাণীও খায়। লাল পাণ্ডার আবাস কোথায়? প্রধানত পূর্ব হিমালয় এলাকা। এবার ছবি দেখো এবং মজা করো।


আরো সংবাদ



premium cement