২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এমিন মিনারের কথা

-

এমিন মিনার বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য কীর্তি। এটি চীনের জিনজিয়াং বা পূর্ব তুর্কিস্তানের একটি দারুণ আকর্ষণীয় স্থাপনা । তুরফান থেকে দুই কিলোমিটার পূর্বে উইঘুর মসজিদের পাশে এর অবস্থান। এটি চীনের সবচেয়ে উঁচু মিনার। উচ্চতা ৪৪ মিটার (১৪৪ ফুট)। একসময় পূর্ব তুর্কিস্তানে মুসলমানদের স্বাধীন রাষ্ট্র ছিল। ১৭৫০-এর দশকে চীনের কিং রাজবংশের শাসনামলে চীনারা পূর্ব তুর্কিস্তানে অভিযান চালায় এবং বিজয় লাভ করে। এমিন মিনারের নির্মাণকাজ শুরু হয় চীনা বিজয়াভিযানের পরে, ১৭৭৭ সালে। মাত্র এক বছরের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হয়। অল্প সময়ে নির্মাণ করা হলেও এটি বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য কীর্তি। তুরফান জেনারেল এমিনের সম্মানে মিনারটির নামকরণ করা হয় এমিন মিনার। এর নির্মাণ ব্যয় বহন করে স্থানীয় নেতারা। স্থানীয় কারিগর আর স্থানীয় উপকরণ ব্যবহার করেই মিনারটি নির্মিত হয়। মিনারের কাঠামোয় ব্যবহার করা হয়েছে কাঠ ও ইট। এটি একটি রুচিশীল বৃত্তাকার, উপর দিকে সরু হয়ে যাওয়া বিশেষ গম্বুজ। এর ভিত্তির পরিধি ১৪ মিটার (৪৬ ফুট), উপরের দিকে পরিধি দুই দশমিক আট মিটার। মিনারের বাইরের দিকে ব্যবহার করা হয়েছে রোদে শুকানো হলুদ ইট যা আকারে সরু। ইটের বুনন আর এগুলোতে জটিল খোদাই কাজ, জ্যামিতিক ও ফুলেল চিত্রোপলশিল্পের (ফ্লোরাল মোজাইক) নকশা দৃষ্টি কাড়ানিয়া। বিভিন্ন ফুল ও চতুষ্কোণবিশিষ্ট প্রতিকৃতির ব্যবহার মিনারকে করেছে বৈশিষ্ট্যমণ্ডিত।
মিনারের ভেতরের ৭২ ধাপের প্যাঁচানো সিঁড়ির সাহায্যে ওপরে ওঠা যায়। এর বিভিন্ন উচ্চতায় রয়েছে জানালা বা গবাক্ষ। এগুলো বায়ু চলাচল ও আলো প্রবেশে সহায়তা করে।
চীনা ভাষায় এমিন মিনারকে বলে সু গং তা।


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত শ্রম কমিশনের অগ্রাধিকার দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা : তারেক রহমান অনলাইনে সিম সেবা চালু করেছে টেলিটক ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সাঁথিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা সিলেটে পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সঙ্কট : শিবির সভাপতি

সকল