২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এমিন মিনারের কথা

-

এমিন মিনার বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য কীর্তি। এটি চীনের জিনজিয়াং বা পূর্ব তুর্কিস্তানের একটি দারুণ আকর্ষণীয় স্থাপনা । তুরফান থেকে দুই কিলোমিটার পূর্বে উইঘুর মসজিদের পাশে এর অবস্থান। এটি চীনের সবচেয়ে উঁচু মিনার। উচ্চতা ৪৪ মিটার (১৪৪ ফুট)। একসময় পূর্ব তুর্কিস্তানে মুসলমানদের স্বাধীন রাষ্ট্র ছিল। ১৭৫০-এর দশকে চীনের কিং রাজবংশের শাসনামলে চীনারা পূর্ব তুর্কিস্তানে অভিযান চালায় এবং বিজয় লাভ করে। এমিন মিনারের নির্মাণকাজ শুরু হয় চীনা বিজয়াভিযানের পরে, ১৭৭৭ সালে। মাত্র এক বছরের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হয়। অল্প সময়ে নির্মাণ করা হলেও এটি বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য কীর্তি। তুরফান জেনারেল এমিনের সম্মানে মিনারটির নামকরণ করা হয় এমিন মিনার। এর নির্মাণ ব্যয় বহন করে স্থানীয় নেতারা। স্থানীয় কারিগর আর স্থানীয় উপকরণ ব্যবহার করেই মিনারটি নির্মিত হয়। মিনারের কাঠামোয় ব্যবহার করা হয়েছে কাঠ ও ইট। এটি একটি রুচিশীল বৃত্তাকার, উপর দিকে সরু হয়ে যাওয়া বিশেষ গম্বুজ। এর ভিত্তির পরিধি ১৪ মিটার (৪৬ ফুট), উপরের দিকে পরিধি দুই দশমিক আট মিটার। মিনারের বাইরের দিকে ব্যবহার করা হয়েছে রোদে শুকানো হলুদ ইট যা আকারে সরু। ইটের বুনন আর এগুলোতে জটিল খোদাই কাজ, জ্যামিতিক ও ফুলেল চিত্রোপলশিল্পের (ফ্লোরাল মোজাইক) নকশা দৃষ্টি কাড়ানিয়া। বিভিন্ন ফুল ও চতুষ্কোণবিশিষ্ট প্রতিকৃতির ব্যবহার মিনারকে করেছে বৈশিষ্ট্যমণ্ডিত।
মিনারের ভেতরের ৭২ ধাপের প্যাঁচানো সিঁড়ির সাহায্যে ওপরে ওঠা যায়। এর বিভিন্ন উচ্চতায় রয়েছে জানালা বা গবাক্ষ। এগুলো বায়ু চলাচল ও আলো প্রবেশে সহায়তা করে।
চীনা ভাষায় এমিন মিনারকে বলে সু গং তা।


আরো সংবাদ



premium cement
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন বেসরকারি স্কুল-কলেজে সাত পদে এনটিএসসির অধীনে নিয়োগ এই মুহূর্তে হঠকারিতা দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে : মির্জা ফখরুল পাইকগাছার নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার সেনা অভ্যুত্থান, সেনা শাসন ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে : গোলাম পরওয়ার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও এডুকেশন মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক

সকল