সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০৫
নয়.
আমি তোমার রুটির ঝুড়ির পাশে দাঁড়িয়ে তোমাকে এত ডাকছি তা তোমার কানে যায় না? তুমি কি আমাকে সত্যি দেখতে পাওনি নাকি অবহেলা করছ?’ দোকানি এবার তাকে দেখতে পেল।
রুটির দোকানি বলল, ‘ওরে বাবারে। হ্যাঁ দেখতে পেয়েছি। আর চিমটি দেবেন না, আর ভুল হবে না। কী নেবেন বলুন।’
‘আমাকে একশোটা রুটি দাও।’
দোকানি খুদে বুড়োর কথা শুনে খুব অবাক হলো, ভাবল, এই খুদে বুড়ো বলে কি! একশো রুটি ও বইবে কী করে?
খুদে বুড়ো বলল, ‘কী ভাবছ? তাড়াতাড়ি করো। আমাকে তাড়াতাড়ি একশোটা রুটি প্যাকেট করে বেঁধে দাও। ভয় নেই আমি তোমার টাকা দিয়ে যাব।’ এই বলে সে পকেটে ঝনঝন করে টাকা বাজাল।
দোকানি বলল, ‘আপনার সাথে কি গাড়ি আছে? বা কোন ঘোড়া-গাধা? কে বইবে এতো রুটি?’
খুদে বুড়ো বলল, ‘সেটা তোমার ব্যাপার না। আমি রুটিগুলো কিনছি এবং তার দাম তোমাকে দিচ্ছি, এটাই কি যথেষ্ট নয়?
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা