তাগালগদের কথা
- সেলিম বুলবুল চৌধুরী
- ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
জানো, তাগালগরা রাজনীতিসচেতন ও বীর যোদ্ধা। ফিলিপাইনের স্বাধীনতা অর্জনে এদের অনেক অবদান ।
তাবালগরা ফিলিপাইনের একটি জাতি। এরা দ্বিতীয় বৃহত্তম ফিলিপিনো নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং অস্ট্রোনেশিয়ান জাতির অংশ। প্রাগৈতিহাসিক যুগে এদের পূর্বপুরুষরা সম্ভবত তাইওয়ান থেকে ফিলিপাইন এলাকায় আসে।
এ জাতির বাস ফিলিপাইনের সবচেয়ে বিস্তৃত ভূমিতে। এদের আদি আবাসভূমি বাতাংগাস। বর্তমানে বাতাংগাস ছাড়াও ক্যাভাইট, বুলাক্যান, ল্যাগুনা, ব্যাতান, কুয়েযন, ক্যামারিনিস নোর্তে, ম্যারিনদুক ও রিজাল প্রদেশের বেশির ভাগ মানুষ তাগালগ। অন্যান্য প্রদেশেও এদের দেখা যায়।
তাগালগ জাতির ভাষার নামও তাগালগ। তবে এরা ফিলিপিনো ভাষা জানে এবং অনেকে ইংরেজি ভাষাও ব্যবহার করে।
তাবালগরা দক্ষ কৃষক। এরা ধান, সবজি ও অন্যান্য শস্য উৎপাদন করে। এদের প্রধান খাদ্য ভাত। এরা মাছ ও সবজি দিয়ে ভাত খায়। গোশতও খায়।
প্রাচীন তাবালগরা ছিল প্রধানত হিন্দু। পরবর্তীকালে মালয় ও আরব সওদাগরদের মাধ্যমে এরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে। স্পেনীয়দের আগমনের পরে খ্রিষ্টধর্মের প্রচার ও প্রসার হতে থাকে। বর্তমানে তাগালগদের বেশির ভাগ খ্রিষ্টধর্মের অনুসারী। কিছু পালন করে ইসলাম ধর্ম।
তাগালগ শব্দের অর্থ নদীর ধারের মানুষ। একসময় এরা নদীভিত্তিক সভ্যতা গড়ে তুলেছিল। এদের আগের সংস্কৃতির সাথে বর্তমান সংস্কৃতির তেমন মিল দেখা যায় না। বর্তমানে এরা ইউরোপীয় বিশেষত স্পেনীয় ঘরানার পোশাক পরে।
স্থানীয় তাগালগদের সাথে স্পেনীয়দের মিশ্রণের ফলে কিছু মেস্টিজোর সৃষ্টি হয়েছে। স্পেনীয়, চীনা বা আমেরিকানদের সাথে মিশ্রণের ফলে এদের সংস্কৃতিতেও পরিবর্তন আসে।
তাগালগরা রাজনীতিসচেতন ও বীর যোদ্ধা। ফিলিপাইনের স্বাধীনতা অর্জনে এদের অবদান অনেক। স্পেনের শাসনের বিরুদ্ধে এরা লড়াই করেছে। আমেরিকানদেরও করেছে বিরুদ্ধাচরণ। ১৮৯৮ সালের ফিলিপাইনের বিপ্লবের বেশির ভাগ নেতা ছিলেন তাগালগ জাতির। অন্যান্যের মধ্যে প্রথম ফিলিপাইন প্রেসিডেন্ট এমিলিও অ্যাগুইনালদো, অ্যাপোলিন্যারিও, ম্যাবিনি, আন্দ্রেস বোনিফ্যাসিও ও এমিলি জ্যাসিনতোর নাম করা যেতে পারে। এ জনগোষ্ঠীর জোস রিসাল ফিলিপাইনের জাতীয় বীর।
মোট তাগালগ জনসংখ্যা প্রায় ৩ কোটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা