ক্যারাগোনানের পরীরা
- রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর
- ৩১ মে ২০২৩, ০০:০৫
নাম তার ক্যারাগোনান। একটি দ্বীপ। আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির বুক চিরে ভেসে ওঠা দ্বীপ এটি। পরীদের রাজ্য। নীলপরী, লালপরী, কালোপরী, হলুদপরী ও শুভ্রপরীদের বাস সেখানে। আরো অনেক নামের পরী আছে সেই দ্বীপে। এই পরীরাজ্যের এক কোণে নীল জলের কোলে যেন ভাসছে প্রাসাদটি। রানীর প্রাসাদ সেটি।
রানীর একটি সুন্দরী মেয়ে আছে। পরীর মেয়ে বলে কথা। এত সুন্দর, এত কমনীয়! গোলাপের পাঁপড়ির এত তার গায়ের রঙ। নীল জলের এত চোখ। সাদা মেঘের এত শাড়ি। সে যখন ক্যারাগোনান দ্বীপের জলরাশির কোলঘেঁষে হেঁটে বেড়ায়, দ্বীপের গাছ-পালা, ফুল-পাখি যেন বাতাসে দোলে দোলে ওঠে। ছোট ছোট মাছ জলের কিনারে এসে ভিড় করে। তারা কথা বলতে চায় পরীকন্যার সাথে। পরীকন্যা যখন হাসে, নীল জলরাশির বুকে উছলে ওঠে ঢেউ। হাসির মূর্ছনা ওঠে জলের কোলে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা