২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

তিমি স্তন্যপায়ী

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো তিমির কথা শুনে থাকবে। এটি কোথায় বাস করে? পানিতে বাস করে। এটি কি মাছ? না, এটি জলজন্তু; স্তন্যপায়ী জলজন্তু। মাছের মতো এদের রক্ত শীতল নয়, উষ্ণ।
মাছ ডিম পাড়ে। আর তিমি? এরা বাচ্চা দেয়। এ বাচ্চারা মায়ের দুধ পান করে। তার মানে তিমি স্তন্যপায়ী।
বিভিন্ন জাতের তিমি আছে। নীল তিমি সবচেয়ে বড়। এটি প্রায় ১০০ ফুট লম্বা হয়। পানিতে বা স্থলে এটি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন ১০০ টনের বেশি হতে পারে। স্থল বা ডাঙার সবচেয়ে বড় প্রাণী কী? হাতি। সবচেয়ে বড় হাতির ওজন কত? ৫ টন।
তিমি ২০-২৫ মিনিটের বেশি পানিতে ডুবে থাকতে পারে না। ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নেয়ার জন্য বারবার এরা পানির ওপরে উঠে আসে। তিমির ইংরেজি কী? হোয়েল (ডযধষব) । এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement