ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০৫
চুহাত্তর.
এই জংলি অবস্থায় আমি কিছু করতে পারব না।’
টিফিন শেষে ঢং ঢং করে ক্লাসের ঘণ্টা পড়ল। রিমি ব্যস্ত স্বরে বলল, ‘ক্লাসে যেতে হবে। এখন বিজ্ঞান স্যারের ক্লাস। আমাদের দেখতে না পেলে সন্দেহ করতে পারে...’
এক্সম্যান স্যার বললেন, ‘ঠিক আছে, তোমরা ক্লাসে চলে যাও। ক্লাস ফাঁকি দিয়ে এখানে আসাটা ঠিক হবে না। তবে আজ রাতে যদি তোমরা আমার এখানে আসতে পারতে তাহলে হয়তো আমরা এই পুরাতন ভবনসহ স্কুলটাকে বাজার হওয়ার হাত থেকে বাঁচাতে পারতাম।’
সজীব উৎসাহী স্বরে বলল, ‘স্যার আমাদের কি করতে হবে?’
এক্সম্যান স্যার বললেন, ‘আমাকে আবার পরিপূর্ণ মানুষে ফিরে আসতে হলে ল্যাবরেটরিতে গবেষণায় বসতে হবে। আর সেজন্য আমার কিছু কেমিক্যাল দরকার। এই কেমিক্যালগুলো আমি দোকান থেকে আনতে পারছি না। কেন পারছি না তা আর তোমাদের বলে দিতে হবে না। আমাকে দেখেই বুঝতে পারছ।
‘জ্বি স্যার। কিন্তু আমরা কি আপনার ওইসব ক্যামিকেল ঠিকঠিকভাবে কিনে আনতে পারব?’ সজীব প্রশ্ন করল। স্যার আগেরদিন এজন্যই আসতে বলেছিলেন।
‘হুঁ। যাতে পারো সেই ব্যবস্থাই করছি। টাকা-পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। আমার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে। ব্যাংকেও আছে। কিন্তু তা তোমরা তুলতে পারবে না।’ এক্সম্যান স্যার কিছু একটা আনতে এগিয়ে গেলেন। জায়গাটা সজীবের চেনা।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা