২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)
হোয়াই দ্য অ্যান্ড ফ্রাইডি! বিগড়ে যায় পরীরা। তাছাড়া, জ্যাকের কণ্ঠও তেমন যুৎসই নয়। গানে গলা নেই, একেবারেই নেই।
ভীষণ রেগে যায় পরীরানী। তাছাড়া গানে সে এক পঙ্ক্তি বেশি গেয়ে ফেলেছে। এতেও প্রচণ্ড রকমে ক্ষেপে গেছে পরীরানী। তারা জ্যাক ম্যাডেনের চারপাশে বাতাসে ভীষণ কড়া বাউকুড়োনি সৃষ্টি করে। বাতাসের এমন ঘূর্ণন সৃষ্টি হয় যে, প্রচণ্ড বেগে জ্যাক শূন্যে উড়ে যায়। পরীরা রয়ে যায় নিচে। তারা এমন ঘূর্ণিপাকে ঘুরতে অভ্যস্ত নয়।
এদিকে প্রচণ্ড ঘূর্ণিপাকে খড়কুটোর মতো ঘুরছে জ্যাক ম্যাডেন। উলুখাগড়ার পাতার মতো বাতাসের ঘূর্ণিতে শূন্যে অনেক উঁচুতে উঠে যায় জ্যাক। এরপর ঘুরতে ঘুরতে এক সময় ধপাস করে এসে পড়ে সে পরীরাজ্যে। প্রচণ্ড ক্রোধে ফেটে পড়া পরীরানী ছুটে আসে জ্যাকের কাছে। বলে, ‘এই হতভাগা ছোকরা, কেন তুমি আমার গানের সুর এভাবে বেসুরো করে দিলে? (চলবে)

 


আরো সংবাদ



premium cement