ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সত্তর.
প্রিন্সিপাল একরাম উদ্দিন বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের পাতি নেতা। তাদের ছত্রছায়ায় তার বেড়ে ওঠা। প্রিন্সিপাল হিসাবে আছেনও তাদের যোগসাজশে। আজ বিকালে স্কুলে দুর্ঘটনা, রাতে একজন গার্জেনের এসে বলা স্কুল থেকে ছাত্র মিসিং, এসব কি কোনো কিছুর অশনি সংকেত। বিরোধী দলের কোনো রকম স্যাবোটাজ নয়তো?
এই স্কুল নিয়ে ভেতরে বাইরে অনেক নাটক সঙ্ঘটিত হচ্ছে। প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, অনেক গুণী মানুষের পীঠস্থান, একাত্তরের স্মৃতি বিজড়িত- এসব কথা বলে কিছু মানুষ স্কুলটাকে ওই পুরাকীর্তি হিসাবে দাঁড় করাতে চাচ্ছে। কিন্তু পুরাতন স্কুল ভেঙে কম্পাউন্ডের বাইরে বের করে দিয়ে স্কুল মার্কেট গড়ে তোলার এতবড় সুযোগ তিনি হাতছাড়া করতে চাচ্ছেন না। এরকম প্রাইম লোকেশনে ঢালাও মার্কেট গড়ে তুলতে পারলে কয়েক বছরেই তিনি লালে লাল হয়ে যাবেন। তখন স্কুলের চাকরির মতো এমন চাকরি করারও দরকার পড়বে না।
তিনি স্কুল কমিটির প্রধান রাজনৈতিক দলের পান্ডাকে ফোন দিলেন, ‘স্যার, আজকে রাতে একটু আপনার সাথে দেখা করতে পারলে ভালো হতো। একটা মিটিংয়ের...’
‘অফিসিয়াল নাকি আন অফিসিয়াল?’ নেতা গম্ভীর স্বরে বললেন।
‘আন অফিসিয়াল হলেই ভালো হয়। আপনার সাথে আগে একটু কথা বলে নিই। তারপর আপনি চাইলে অফিসিয়ালি মুভ করতে পারেন।’ (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা