ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ২১ ডিসেম্বর ২০২২, ০০:০৫
ষাট
ওরা দুজনেও সজীবকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল।
অ্যাসেম্বলি শেষ হতেই কানন আর নয়ন প্রায় ছুটে সজীবের কাছে চলে এলো। ওকে একপাশে ডেকে নিয়ে বলল, ‘তুই ওই রুম থেকে বের হলি কিভাবে? দরজা খুলে দিলো কে?’
সজীব রহস্যময় গলায় বলল, ‘দিয়েছে একজন। সেই একজন আপনাদেরকেও খুঁজছে।’
‘মানে?’ দুজনেই ভয়ার্ত স্বরে বলে উঠল।
‘মানে বোঝেননি?’ সজীব ব্যঙ্গাত্বক স্বরে বলল, ‘আপনারা আমাকে আটকে রাখলেন। তার পরপরই কামাল ভাই এক্সিডেন্ট করল, ব্যাপারটা কি কাকতালীয় মনে হয়?’
‘মানে? কি বলছিস তুই?’
‘আমি কিছুই বলছি না। শুধু একটু ভেবে দেখতে বলছি। কামাল ভাই যেভাবে এক্সিডেন্ট করেছে সেভাবেই আমি ওই রুম থেকে বেরিয়ে এসেছি।’
‘আমরা যে আটকে রেখেছিলাম এই কথা কেউ যেন না জানে।’ ওরা শাসালেও ভয় যে পাচ্ছে তা বোঝা যায়।’
‘জানবে না। আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। নিজেদের নিয়ে ভাবেন।’ সজীব ওদেরকে আর পাত্তা না দিয়ে কাসে চলে এলো। কাস শুরুর ঘণ্টা পড়েছে।
সজীবের অন্তর্ধান ক্লাসে খুব একটা আলোড়ন তুলল না। প্রিন্সিপালের কারণে তেমন জানাজানি হয়নি। প্রথম পিরিয়ডের পরে বাংলা ক্লাস। শারীরিক অসুস্থতার কারণে স্যার কাসে আসেননি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা