ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০৫
ঊনষাট
আজ থেকে টিফিনে বাইরে বেরোনোর ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হবে। যাও, আর কোনো দিন যেন এমনটি না হয়। হলে টিসি দিয়ে বের করে দেবো। যাও, আমার সামনে সঙের মতো দাঁড়িয়ে থেকো না।’
প্রিন্সিপালের রুম থেকে সজীব বের হতেই রাফি আর নিলয় বলল, ‘প্রিন্সিপালের ধাতানি কেমন খেলি?’
‘ভালোই।’ সজীব চকচকে চোখে নিচু গলায় বলল, ‘তোরা যদি আমার সাথে থাকিস তাহলে প্রিন্সিপালের জারিজুরি ফাঁস করে দিতে পারব।’
‘কি জারিজুরি?’
‘আগে কসম কাট, কাউকে বলবি না। প্রিন্সিপাল জানতে পারলে কিন্তু আমাদের টিসি দিয়ে বের করে দেবেন। লাল টিসি। কোনো স্কুলে আর ভর্তি হতে পারবি না।’
‘ঠিক আছে কসম কাটলাম, এখন অত রহস্য না রেখে ব্যাপারটা কী বলত?’
‘অনেক ব্যাপার আছে। তার মধ্যে গুরুতর হলো, স্কুলের পুরানো ভবন ভেঙে প্রিন্সিপাল স্কুল মার্কেট করতে চাইছেন।’
‘হু, আমিও আব্বার মুখে শুনেছি।’ রাফি বলল, ‘এই নিয়ে তো নাগরিক বিরোধীরা আন্দোলনও করছে।’
‘কিন্তু আমরা যদি একটা কাজ করতে পারি, তাহলে প্রিন্সিপালের এই গোমর ফাঁস হয়ে যাবে।’
‘কী কাজ?’
অ্যাসেম্বলির বাঁশি পড়ে গেছে। অ্যাসেম্বলিতে দাঁড়ানোর সময়ই সজীব কাস টেনের কানন আর নয়নকে দেখতে পেল।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা