ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ০২ অক্টোবর ২০২২, ০০:০০
চব্বিশ.
‘ইনফরমেশন সেন্টার থেকে জেনে নেয়া যাবে।’ নিলয় বলল। ক্লাসের সবাই ওকে আইটি বিশেষজ্ঞ বলে জানে।
‘বেশি দূরে হলে আমি কিন্তু যেতে পারব না। কলোনির মাঠে আমার ক্রিকেট টুর্নামেন্ট আছে।’ রাফি বলল। ব্যাগটা সাথেই রাখল।
নিলয় চট করে চলে গেল ইনফরমেশন সেন্টারে। সেখান থেকে ঠিকানা জেনে দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ‘আমাদের কলোনি থেকে খুব বেশি দুরে নয়। মাইলখানিকও হবে না। আজিজ মহল্লায় থাকে। সাইকেলে এক টান দিলেই চলে যেতে পারব।’
রাফি আজিজ মহল্লা বেশ ভালো করেই চেনে। আজিজ মহল্লায় ক্রিকেট খেলতে গিয়ে একবার হেরে এসেছে।
বাড়িতে এসে সাইকেল নিয়ে দু’বন্ধ বেরিয়ে পড়ল আজিজ মহল্লার উদ্দেশ্যে। নিলয় ওর পেটকাটা লেডিস সাইকেল নিয়ে এসেছে।
কলিংবেলে বার কয়েক চাপ দিতেই দরজা খুলে দিলেন এক মহিলা। সজীব যে এই মহিলার ছেলে তা দু’জনকে দেখেই বোঝা যায়। ‘মায়ের মুখ কপি পেস্ট করে বসানো।’ নিলয় ফিসফিস করে বলল।
রাফির হাতে সজীবের ব্যাগ দেখে মহিলা বুঝতে পারলেন। তাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। তারপর বললেন, ‘তোমাদের হাতে সজীবের ব্যাগ দেখছি। সে কোথায়? ক্রিকেট খেলতে গেছে? তোমরা কারা?’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা