ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ০১ অক্টোবর ২০২২, ০০:০০
তেইশ.
কামালের বাবা-মার কাছেও খবর চলে গেল। তাদেরকে হাসপাতালে যেতে বলা হলো। সেকেন্ড স্যার কামালের সাথে অ্যাম্বুলেন্সে উঠল।
আর উঠল কামালের দুই ঘনিষ্ঠ বন্ধু নয়ন আর কানন।
দুর্ঘটনারর ঝামেলায় স্কুল ছুটির পরে ক্লাসরুম ৩৬৫তে আটকে রাখা সজীবের কথা আর কারো মনে রইল না!
স্বাভাবিকভাবেই দুর্ঘটনার পরে আর ক্লাস হলো না। স্কুল আধাঘণ্টা আগে ছুটি হয়ে গেল। রাফি আর নিলয়ের পাশের সিট ফাঁকা। টিফিন পিরিয়ডের পরে আর সজীব আসেনি। সিনেমা দেখার জন্য অনেকে অবশ্য টিফিন পিরিয়ডে পালায়। কিন্তু তাই বলে কেউ স্কুল ব্যাগ সিটে রেখে তো এভাবে চলে যায় না।
অন্যরা চলে গেলেও রাফি আর নিলয় কিছুক্ষণ ক্লাসরুমে দাঁড়িয়ে রইল। ছেলেটা এই স্কুলে নতুন এসেছে। এখনো ওর সমন্ধে খুব একটা ভালো কিছু জানে না তারা। তবুও সজীব ফিরে আসে কিনা অপেক্ষা করল। তারপর যখন ক্লাস রুম বন্ধ করতে দপ্তরি এলো তখন সজীবের স্কুলব্যাগটা হাতে নিল রাফি।
‘চল ব্যাগটা লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশনে জমা দিয়ে আসি।’ রাফি ভারী ব্যাগটা টানতে টানতে বলল।
‘আমার মনে হয়, তার চেয়ে ভালো হয়, ওর বাড়িতে গিয়ে দিয়ে এলে।’ নিলয় মজা পাওয়ার ভঙ্গিতে বলল, ‘যদি স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়ে থাকে তাহলে মজা বুঝতে পারবে।’
‘কিন্তু ওতো নতুন এসেছে। কোথায় থাকে, ওর বাসা কোথায় কে জানে?’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা